অপরাজিতার মালিক শারমিন রিমান্ড শেষে কারাগারে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:51:15

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিম্নমানের মাস্ক সরবরাহের মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) শারমিনকে তিন দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে গত ২৪ জুলাই রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এর আগে ২৩ জুলাই শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ জুলাই শারমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএসএমএমইউ। এর লিখিত জবাবে এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন শারমিন। 

 

এ সম্পর্কিত আরও খবর