অন্দরসাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রঙ। ঘরে নান্দনিকতার ছাপ আনতে রঙের উপরে অনেক কিছুই নির্ভর করে। বলা হয় ব্যাক্তির রুচিবোধ ও ব্যাক্তিত্ব রঙে প্রকাশ পায়। গৃহসজ্জার অনেকটাই জুড়ে থাকে রঙের ব্যবহার। যে কোনো রকমের ঘরেই হাল্কা রঙ ভালো দেখায় বলে পরামর্শ দেন অন্দরসজ্জার সঙ্গে যুক্ত পেশাদারেরা।
-বসার ঘরে কমলা, ঘিয়ে, হালকা সবুজ ইত্যাদি রঙ মানাবে। ঘর বড় হলে গাঢ় রঙ ব্যবহার করুন।
-খাবার ঘরে বিস্কিট, সবুজ বা সাদা রঙ মানায়। গাঢ় রঙ না হওয়াই ভালো।
-শোবার ঘর বড় হলে এবং বেশি আসবাব না থাকলে বিস্কিট, নীল রঙ ব্যবহার করুন। ঘর ছোট হলে ক্রিম, গোলাপি, শ্যাওলা, সবুজ ইত্যাদি রঙ ব্যবহার করুন।
-শিশুদের ঘরে গোলাপি, সবুজ, হলুদ, বেগুনি রঙ ব্যবহার করুন।
-রান্নাঘরে এক রঙের সাদা বা হালকা নকশার টাইলস ব্যবহার করুন।
-বারান্দায় সাদা, ঘিয়ে বা অফ হোয়াইট রঙ ব্যবহার করুন। যদি টবে গাছ থাকে তাহলে দেয়ালে সবুজ ব্যবহার করুন।
মনে রাখবেন, হালকা রঙে ঘর বড় দেখায়। গাঢ় রঙে ঘর ছোট মনে হয়। নীল, সবুজ, বেগুনি স্নিগ্ধ রঙের তালিকায় পড়ে। কম আলোর ঘরে হালকা রঙ ব্যবহার করুন। ঘরের সিলিংয়ের রঙ নিরপেক্ষ হওয়া উচিত। সিলিংয়ে সাদা বা দেয়ালের রঙ থেকে আরো হালকা রঙ ব্যবহার করলে ঘর উজ্জ্বল দেখায়।