সাইবার ড্রিলে ধারাবাহিক সফলতায় মার্কেন্টাইল ব্যাংক  

, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক,বার্তা ২৪.কম, ঢাকা | 2023-08-29 22:30:48

 

দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর বিধান অনুযায়ী গঠিত বাংলাদশে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিগত ২০২০ইং হতে সফলতার সাথে সাইবার ড্রিল প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহকিতায় ২০২১ সালে বাংলাদেশের ৫০ তম বিজয় দিবস ও মুজিব শতর্বষ উপলক্ষ্যে BGD e-GOV CIRT একাধিক সাইবার ড্রিলের আয়োজন করে।

র্সবশষে গত ১২-১৩ই ডসিম্বের, ২০২১ ইং তারিখের র্দীঘ ৩০ ঘন্টা ব্যাপি আয়োজিত ‘জাতীয় সাইবার ড্রিল ২০২১’–এ অংশগ্রহণকারী পেশাদার সংস্থাসমূহরে মধ্যে মার্কেন্টাইল ব্যাংক (MBL_XForce) ১ম স্থান এবং সামগ্রিকভাবে ১৩তম স্থান র্অজন করে। এতে সরকারী বেসরকারি বিভিন্ন আর্থিক, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসহ স্বতন্ত্রভাবে র্সবমোট ৩৭০টি দল অংশগ্রহণ করে যার বিস্তারিত ফলাফল এই লিংকে ‘https://cyberdrill.cirt.gov.bd/scoreboard’ প্রকাশিত হয়েছে।

ইতোর্পূবে গত ২৩ অক্টোবর, ২০২১ ইং তারিখে আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য আয়োজিত দিনব্যাপী    ‘ফাইন্যান্সিয়াল সাইবার ড্রিল -২০২১’–এ মার্কেন্টাইল ব্যাংক সামগ্রকিভাবে ৪র্থ এবং বেসরকারি বানিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ১ম স্থান র্অজন করে । উক্ত ড্রিলে ৩৮ টি আর্থিক প্রতিষ্ঠান দলগতভাবে অংশগ্রহণ করে।

এছাড়াও বিগত ২০২০ সালে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ১২-১৩ই ডিসেম্বর, ২০২০ ইং তারিখে অনুষ্ঠিত ‘জাতীয় সাইবার ড্রিল -২০২০’–এ মার্কেন্টাইল ব্যাংক আথিৃক প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৭ম স্থান এবং সামগ্রকিভাবে ২১তম স্থান র্অজন করে। ওই ড্রিলে সরকারি বসেরকারি বিভিন্ন আর্থিক, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, নয়িন্ত্রক প্রতষ্ঠিান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসহ স্বতন্ত্রভাবে র্সবমোট ২৩৩টি দল অংশগ্রহণ করেছিল।

মার্কেন্টাইল ব্যাংক আইসিটি নিরাপত্তা বিভাগের প্রধান মোঃ ফয়সাল হোসেনের নেতৃত্বে আইসিটি নিরাপত্তা বিভাগের র্কমর্কতাগণ ড্রিল সমূহে অংশগ্রহণ করেন।

এ সাইবার ড্রিল সমূহের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধান করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

 

এ সম্পর্কিত আরও খবর