করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন। এরই মধ্যে দেশে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। করোনা পজিটিভের হার বেশি মানে যতজন করোনা টেস্ট করাচ্ছে তার বড় অংশই এতে আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে এই হার উচ্চ থাকার অর্থ করোনা আক্রান্ত হয়েও অপরীক্ষিত থেকে যাচ্ছেন অনেকে।
কারণ বারবার সতর্ক করার পরেও উপসর্গ থাকলেও পরীক্ষা করাচ্ছেন না অনেকেই। এড়িয়ে যাচ্ছেন সাধারণ সর্দি কাশি ভেবে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ জ্বর, সর্দি-কাশি থেকে কেবল উপসর্গের ভিত্তিতে করোনাকে আলাদাভাবে শনাক্ত করা অত্যন্ত কঠিন এবং অসম্ভব।
বিশেষজ্ঞদের আরও দাবি, টিকা নিয়েছেন এমন অনেকেই উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত। ফলে অল্প সর্দি-কাশি হলে পাত্তা দিচ্ছেন না অনেকেই। আর সেই সুযোগেই দাবানলের মতো ছড়াচ্ছে করোনা।
চিকিৎসকদের মতে যেহেতু এখন ঘরে ঘরে করোনা সংক্রমণ বাড়ছে তাই উপসর্গ বুঝে করোনা পরীক্ষার জন্য অপেক্ষা করা বোকামি। অল্প সর্দি-কাশি হলেও করোনা হয়েছে ধরে নিয়ে টেস্ট করাতে হবে। পরীক্ষায় নেগেটিভ এলে তবেই প্রমাণিত হবে করোনা নয়।