মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক এর ৪র্থ বর্ষে পদার্পণ

স্বাস্থ্য, লাইফস্টাইল

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 22:50:59

যুগের সাথে তাল মিলিয়ে চিকিৎসা ব্যবস্থাও অনেক এগিয়ে যাচ্ছে। ফিজিওথেরাপি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতা রক্ষায় ঢাকার প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত মেয়ফেয়ার ওয়েলনেস ক্লিনিক ২০১৯ সালের ২০ জানুয়ারি যাত্রা শুরু করে। এ বছর ২০ জানুয়ারি মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

‘সকলের জন্য আধুনিক ও উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা’ প্রদান আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য সাধনে নিয়োজিত উচ্চ ডিগ্রিধারী ও দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকগণ প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। এখানে রোগীর চিকিৎসার পাশাপাশি পূর্ণবাসনের উপর সম্পূর্ণ খেয়াল রাখা হয়। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পূর্নবাসনের ভূমিকা অপরিসীম।

       যে সকল রোগের চিকিৎসা পাচ্ছেন

  • কোমড়,ঘাড়,সোল্ডার,হাটু ইত্যাদি জয়েন্ট ও মাসলের ব্যথা।
  • অটিজম,সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম ইত্যাদি।
  • স্পোর্টস ইনজুরি, লিগামেন্ট ইনজুরি।
  • স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বাঁকা হয়ে যাওয়া।
  • বয়স্কদের বিভিন্ন রোগের চিকিৎসা।
  • গর্ভবতী মায়েদের ও প্রসবোত্তর বিভিন্ন জটিলতার চিকিৎসা।

       আপনি এখানে আরো পাচ্ছেন

  • ইরেকটাইল ডিসফাংশন।
  • ক্রনিক প্রোস্টাটাইটিস।
  • পেরোনি'জ ডিজিজ।
  • ব্যাকটেরিয়াল প্রোস্টাটাইটিস।
  • বিনাইন প্রস্টেটিক হাইপেরপ্লাসিয়া বা বি.পি. এইচ এর সর্বাধুনিক চিকিৎসা।

সর্বাধুনিক ফিজিওথেরাপি ইকুইপমেন্ট ভিত্তিক চিকিৎসাঃ

  • এক্সট্রাকোরপোরিয়াল শকওয়েভ থেরাপি (রেডিয়াল এবং ফোকাসড)
  • হাই ইনটেনসিটি লেজার থেরাপি
  • আল্ট্রাসাউন্ড থেরাপি
  • ইলেকট্রিকাল স্টিমুলেশন
  • ডিজিটাল ট্র্যাকশন থেরাপি

ম্যানুয়াল/হ্যান্ডস অন টেকনিক ফিজিওথেরাপি চিকিৎসা এবং আকুপাংচার/ ড্রাই নিডেলিং করা হয়।

সপ্তাহে ৭ দিন ১০টা থেকে ৯টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকে।

এ সম্পর্কিত আরও খবর