যে পাখিগুলো কাগজে তৈরি!

বিবিধ, লাইফস্টাইল

ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল | 2023-08-31 12:46:03

শিল্পের একটা বিষয় খুবই চমৎকার।

তার কোন ধরাবাঁধা ও নির্দিষ্ট গণ্ডি নেই। নিজের মতো করে প্রকাশ করার ভঙ্গীটিই শিল্পের ভিন্ন এক মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কাগজে ছবি আঁকা, কাগজ দিয়ে বিভিন্ন ধরণের আকর্ষণীয় স্থাপনা ও নকশা তৈরি করা হচ্ছে হরহামেশাই। এবারে দু’জনে মিলে তৈরি করলেন পেপার কাট আর্টওয়ার্ক, কাগজে তৈরি জীবন্ত মিনিয়েচার পাখি!

২০১৮ সালে একটি চ্যালেঞ্জের অংশ হিসেবে প্রতিদিন একটি করে বিভিন্ন ধরণের পাখির মিনিয়েচার তৈরি করেছেন ভারতীয় শিল্পী বিশালি ও নয়ন। প্রতিটি পাখির মিনিয়েচার আর্ট তারা তৈরি করেছেন সম্পূর্ণ নিজে হাতে, কোন মেশিনের সাহায্য ছাড়াই।

পাখির আদল হাতের সাহায্যে কেটেছেন, বাস্তব পাখির মতোই রঙিন করেছেন প্রতিটি পাখিকে। হুট করে এই পাখিগুলোর ছবি দেখলে বাস্তব পাখি বলেই ভ্রম হয়।

আরও বিস্ময়কর তথ্য হলো, আধা ইঞ্চিরও কম দৈর্ঘ্যের (১.৮ সেন্টিমিটার) প্রতিটি পাখি তারা মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া খালি চোখেই কেটেছেন, রঙ করেছেন ও তৈরি করেছেন। এভাবে প্রতিদিন এক একটি পাখি তৈরি করতে তাদের ৪-৮ ঘন্টা সময়ের প্রয়োজন হয়েছে। পাখির পালক, আকার, ও রঙের বিন্যাসের উপর নির্ভর করে কম কিংবা বেশি সময় প্রয়োজন হয়েছে।

অদ্ভুত নয়নাভিরাম মিনিয়েচার বার্ড আর্টের আরও কয়েকটি ছবি ফিচারে যুক্ত করা হলো।

আরও পড়ুন: সূর্যরশ্মি যখন ছবি আঁকার মাধ্যম

আরও পড়ুন: কাগজের ভাস্কর্যে মুগ্ধতা আনেন ‘পেপার ইঞ্জিনিয়ার’

এ সম্পর্কিত আরও খবর