দেশীয় সংস্কৃতির আমেজ থাকুক বৈশাখের উপহারে

অনুষঙ্গ, লাইফস্টাইল

ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল | 2023-08-28 01:11:08

উৎসবের আনন্দ শুধু নিজের নয়, ছড়িয়ে পড়ে সবার মাঝেই।

আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে নিজের জন্য তো বটেই, কেনাকাটা করা হয় প্রিয়জনদের জন্যেও। উপহার পেতে তো সবারই ভালো লাগে। তবে প্রিয় কাউকে উপহার দেওয়ার আনন্দ ও ভালোলাগাটাও কম নয়।

যেহেতু উপলক্ষ বর্ষবরণ, উপহার হিসেবে বাঙালির ঐতিহ্যের সাথে মানানসই পণ্য কেনা হবে সবচেয়ে শ্রেয়। পোশাক কিংবা প্রচলিত ও গৎবাঁধা পণ্যের বাইরে যারা একটু ভিন্ন ও দেশীয় আমেজের পণ্য খুঁজছেন, তাদের জন্যেই আজকের এই বিশেষ ফিচার।

উপহার দেওয়ার জন্য এবং নিজের সংগ্রহে রাখার মতো ভিন্ন ঘরানার পণ্যের খোঁজ পাওয়া যাবে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ‘হাতবাক্স’-এ। বুকমার্ক, কোটপিন, ফ্রিজ ম্যাগনেট, পেপার ওয়েট, কার্ড হোল্ডার, থিমেটিক ওয়াল ফ্রেম এবং সংসদ ভবন, কার্জন হল, অপরাজেয় বাংলা, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লার দক্ষিণ তোড়ন, স্মৃতিসৌধ, শহীদ মিনারের চমৎকার মিনিয়েচার রেপ্লিকা রয়েছে হাতবাক্সের সংগ্রহে।

বৈশাখের আয়োজনে এই প্রতিষ্ঠানটি এনেছে ঢোল, টেপা পুতুল, বাঘের মুখোশ, পেঁচা, পাখি, হাতি ও ‘শুভ নববর্ষ’ খচিত ম্যাগনেট ও পেপার ওয়েট।

দেশীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চমৎকার এই উদ্যোগের শুরুটা হয় ২০১৫ সালে মোঃ শাফাত কাদির ও মোঃ রবিউল হোসেইন জুয়েল দুই বন্ধুর হাত ধরে।

বিশ্বের অন্যান্য দেশে পাওয়া যায় সময় বিভিন্ন ধরণের দৃষ্টিনন্দন সুভ্যেনির। ভারতে গেলে আনা হয় তাজমহল, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে স্ট্যাচু অব লিবার্টি কিংবা প্যারিসে গেলে নেওয়া হয় আইফেল টাওয়ারের মিনিয়েচার রেপ্লিকা। কিন্তু বাংলাদেশে এমন সুভ্যেনির সহজলভ্য ছিল না মোটেও। নিজের, প্রিয়জনের, দেশের বাইরে কিংবা ভিনদেশী কাউকে উপহার দেওয়ার জন্য পাওয়া যেত না দেশীয় সুভ্যেনির।

দেশীয় নিদর্শনগুলো নিয়ে কাজ করার উদ্দেশ্যে, দেশ ও দেশের বাইরের মানুষের কাছে বাংলাদেশকে তুলে ধরার জন্যেই হাতবাক্স দেশীয় নিদর্শনের উপর ভিত্তি করে দেশীয় আমেজের পণ্য তৈরি শুরু করে।

প্রতিষ্ঠানের কমিউনিকেশন হেড তানজিনা তারেক নিটোল জানান, ইতোমধ্যে হাতবাক্সের পণ্য বাংলাদেশে ও দেশের বাইরে থেকে দারুণ সাড়া পাচ্ছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশী এবং যারা দেশের বাইরে বেড়াতে যান, তারা অনেকেই হাতবাক্স থেকে পণ্য নিয়ে যাচ্ছেন স্যুভেনির হিসেবে। অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রেস্টের বদলে হাতবাক্সের মিনিয়েচার রেপ্লিকাগুলো গিফট হিসেবে প্রদান করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, ঔষধ কোম্পানী, বিভিন্ন প্রাইভেট কোম্পানীর বিভিন্ন উৎসবের সময় তাদের নিজস্ব ব্র্যান্ডিংসহ হাতবাক্স থেকে পণ্য নিচ্ছেন।

তানজিনা জানান, হাতবাক্সের পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে মার্বেল স্টোন এবং প্রতিটি পণ্যই সম্পূর্ণ হাতে তৈরি ও রং করা। প্রতিষ্ঠাতা ও নকশাকার জুয়েলের নকশায় প্রশিক্ষিত মার্বেল স্টোন আর্টিস্টের সহায়তায় বিভিন্ন ধরণের পণ্য তৈরি করা হয়। সামনে হাতবাক্সে সংগ্রহে আরও যোগ হতে যাচ্ছে সিলেট ও সেইন্ট মার্টিনের ফ্রিজ ম্যাগনেট। সাথে মিনিয়েচার রেপ্লিকাতেও থাকবে নতুনত্ব।

পণ্যের ধরণভেদে সর্বনিম্ন ১১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকার মাঝে পাওয়া যাবে হাতবাক্সের দারুণ সংগ্রহ।

আরও পড়ুন: এবারের বৈশাখে কোন মোটিফে কেমন পোশাক!

আরও পড়ুন: সংগ্রহে রাখার মতো সেরা পাঁচ ‘লাল লিপস্টিক’

এ সম্পর্কিত আরও খবর