দায়িত্বশীলদের দায়িত্বহীন বক্তব্য দেয়া উচিত নয়: ওবায়দুল কাদের

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-26 23:03:52

যে কোনো স্পর্শকাতর বিষয়ে সরকারে যারা দায়িত্বশীল পদ বা অবস্থানে আছেন তাদের দায়িত্বজ্ঞানহীন কথা বলতে বারণ করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১১ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। গত কয়েকদিন কোটা সংস্কারসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে দলের দায়িত্বশীলদের বিভিন্ন মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধা উপ কমিটির এক সভা শেষে কাদের বলেন, “দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বশীল কথা বলা উচিৎ। তারা দায়িত্বজ্ঞানহীন কথা বললে কীভাবে হবে! সবাইকে আহ্বান জানাব দায়িত্বশীল বক্তব্য দেওয়ার জন্য। কেউ ক্ষমতার দাপট দেখাবেন না, মানুষ কষ্ট পাবে।" সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত রোববার ৭ মের মধ্যে কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীদের মধ্যে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে সাময়িক বিভক্তি তৈরি হয়। কিন্তু কোটা নিয়ে কৃষিমন্ত্রী ও অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আবার একজোট হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সোমবার সংসদে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন, “মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে?” আর মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিদ্যমান কোটা সংস্কারের পক্ষে মত দিয়েই বলেন, আগামী বাজেটের পর এ বিষয়টি পুনঃনিরীক্ষা করা হবে। সেসব বক্তব্যের বিষয়ে ইংগিত করে ওবায়দুল কাদের বুধবার বলেন, “পারসোনাল কোনো বক্তব্য তিনি মন্ত্রী হোক না কেন, এই বক্তব্য তার ব্যক্তিগত। সরকারের বক্তব্য আমি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি। এর বাইরে কে কি বলল, তা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।” প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। একটু ধৈর্য ধরুন। এই আন্দোলন বিদ্বেষ বা বিভাজনের রাজনীতির শিকার যেন না হয়। প্লিজ ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রী বিকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলবেন, তিনি কি বলবেন তার মুখ দিয়ে শুনুন।"

এ সম্পর্কিত আরও খবর