এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিক টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ রোডের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পুলিশের দাবি, চেকপোস্টে তল্লাশির সময় তিনি বন্দুক বের করলে আত্মরক্ষার্থে গুলি চালান পুলিশ সদস্যরা।
টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সদ্য প্রত্যাহার হওয়া এসআই লিয়াকত আলীকে ১ ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশকে দুই নং আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে টেকনাফ থানাকে গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে র্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিক টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ রোডের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পুলিশের দাবি, চেকপোস্টে তল্লাশির সময় তিনি বন্দুক বের করলে আত্মরক্ষার্থে গুলি চালান পুলিশ সদস্যরা।