তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 14:04:22

ব্রাহ্মণবাড়িয়া: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে প্রতিবছরের মতো এবারো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জেলা শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় শহরের মেড্ডা কালাগাজীর মাজারে গিয়ে। এ সময় তিতাস নদীর দু’পাড়ে লক্ষাধিক উৎসুক লোকজন ভিড় জমায়। পরে বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় রাউন্ডে গিয়ে বাইচ শেষ হয়। বাইচে বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি নৌকা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

নৌকাবাইচ অনুষ্ঠানে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. তৌফিকুর রহমান তপু, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বাইচের প্রথম স্থান অধিকার করেন নাসিরনগরের হরিণবেড় এলাকার দেওয়ান আতিকুর রহমান আখির নৌকা। দ্বিতীয় হয়েছেন বিজয়নগর উপজেলার হরষপুর এলাকার সারোয়ার চেয়ারম্যানের নৌকা ও তৃতীয় হয়েছেন একই উপজেলার হরষপুরের বুল্লা এলাকার নৌকা। বাইচ শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সম্পর্কিত আরও খবর