দায়িত্বে অবহেলা, মানিকগঞ্জে ইউপি সদস্যের জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-24 14:03:16

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. কামাল হোসেনকে দায়িত্বে অবহেলার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ জরিমানা করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘উপজেলার সকল ইউনিয়নের ন্যায় বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য সরকার থেকে জি.আর. এর ২টন চাল বরাদ্দ পায় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ। যা গত ২৮ জুলাই বিতরণের কথা থাকলেও তিনি তা বিতরণ না করে তার আস্থাভাজন এক ব্যক্তির জিম্মায় মজুদ রেখে দেন।

সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পাওয়ায় দায়িত্ব অবহেলার কারণে ইউপি সদস্য কামাল হোসেনকে ৩ এর (৬) ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার বিষয়েও তাকে সতর্ক করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিল্লাল হোসেন।

এ সম্পর্কিত আরও খবর