পূর্ণিমার জোয়ারে ডুবেছে বরিশালের অধিকাংশ এলাকা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-26 06:18:46

বঙ্গপোসাগরে লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বরিশাল নগরীর অধিকাংশ এলাকাসহ বিভিন্ন নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল থেকেই জোয়ারের পানি বেড়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা শহর সংলগ্ন তেতুলিয়া নদীর পানির উচ্চতা বিকেল ৪টার দিকে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার অতিক্রম করে। এছাড়া বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নদীর পানি বিপপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে

এতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকাসহ মেঘনা তীরবর্তী উপজেলা মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী উপজেলার দুই তৃতীয়াংশ জনপদ পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে ওই তিন উপজেলার চরাঞ্চলের হাজার হাজার পরিবার। ভেসে গেছে ওইসব এলাকার মাছের ঘের।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে বিকেল ৩টার দিকে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করে। নদীর সঙ্গে সংযোগ থাকা ড্রেন দিয়ে পানি ঢুকে ডুবে যায় নগরীর প্রধান সড়ক সদর রোডের একাংশ।

সন্ধ্যা ৬টার মধ্যে অশ্বিনী কুমার হল এলাকা ও তার আশপাশের সড়ক পানির নিচে তলিয়ে যায়। পানি প্রবেশ করেছে অনেক বসতবাড়িতেও। নগরীর নিচু এলাকা হিসেবে পরিচিত কীর্তনখোলার তীরের জনপদ সাগরদী ধান গবেষণা সড়ক, পূর্ব রূপাতলী, জাগুয়া, আমানতগঞ্জ, পলাশপুরসহ আরও অনেক এলাকা হাঁটু পরিমাণ পানি নিচে তলিয়ে গেছে।

সবচেয়ে ভোগান্তিতে পড়েছে কীর্তনখোলা তীর সংলগ্ন রসুলপুর, কলাপট্রি, পলাশপুর, বরফকল ও স্টেডিয়াম বস্তির বাসিন্দারা।

স্থানীয়ভাবে জানা গেছে, বরিশালের বিভিন্ন উপজেলার সন্ধ্যা, কালাবদর ও তেতুলিয়া এবং ঝালকাঠির সুগন্ধা, রাজাপুরের বিষখালী নদী তীরবর্তী এলাকায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় নদীর পানি বৃদ্ধির বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম। তিনি জানান, বঙ্গসাগরে লঘু চাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং বাকি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় বিভিন্ন সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে। তবে ভাটার সাথে নদীর পানি কমতে শুরু করেছে।

এ সম্পর্কিত আরও খবর