বৈরুত বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত, আহত ৯৯

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 01:09:20

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্রেরিত এক বার্তায় তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা ৪ জন। ওই ঘটনায় ৭৮ প্রবাসী বাংলাদেশিসহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যও আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার বিকেল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ এক বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত ও চার হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান, রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল ও মাদারীপুরের মিজান। তারা দেশটিতে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।

বিস্ফোরণের ঘটনায় যদি আরও কোনো বাংলাদেষি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়, তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বর- +৯৬১-৮১ ৭৪৪ ২০৭ এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে দুই জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছিলেন দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন।

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরও কেউ হতাহত হয়েছেন কিনা, তা জানতে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।

এ দিকে বিস্ফোরণের ঘটনায় লেবানন সরকার দেশটিতে তিন দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

লেবাননে প্রায় দেড় লাখের মতো বাংলাদেশি লোক বিভিন্ন শ্রেণি পেশায় কর্মরত আছেন।

বিস্ফোরক–জাতীয় রাসায়নিক পদার্থের গুদামে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর