হাতিয়ায় জোয়ারের পানিতে ১৫ গ্রামের মানুষ পানিবন্দী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-20 07:21:50

তৃতীয় দফায় পূর্ণিমার জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১৫টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে গ্রামবাসী।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জোয়ারের পানি বাড়তে থাকায় এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার নলচিরা, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া, নিঝুমদ্বীপ ইউনিয়নের নলেরচর ও বয়ারচরের নিম্নাঞ্চলের বসতঘরসহ আশপাশের এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়। এতে প্রায় ২০ সহস্রাধিক মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছেন।

দুপুরের পর থেকে শুরু হওয়া জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ি ডুবে যায়। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের জিনিসপত্র।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, বেঁড়িবাধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে কোনো ফল পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর