পঞ্চগড়ে চলছে মাছ ধরার মহোৎসব

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-09-01 16:21:58

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ৫ উপজেলার নদ-নদী, খাল, বিলের পানি কিছুটা কমেছে। বর্তমানে ওই সব জলাশয়ে মাছ ধরার মহোৎসব চলছে৷ কেউ দল বেঁধে, কেউবা আবার একা শখের বসে জাল দিয়ে মাছ ধরছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে নদ-নদী, খাল-বিল, পুকুর-ডোবাগুলোতে পানি বৃদ্ধির ফলে প্রচুর পরিমাণে মাছ আসে। আর এসব নদ নদী, খাল-বিলের পানি কিছুটা কমতে শুরু করলে অনেকেই শখের বসে মাছ শিকার করে। এ সময় প্রচুর পরিমাণে পুঁটি, টেংরা, শোল, বোয়াল, শিং, মাগুরসহ বিভিন্ন দেশি মাছ পাওয়া যায়।

বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলাধীন দেবনগর এলাকায় খালে জাল দিয়ে মাছ শিকার করতে যান স্থানীয় রেজাউল করিম নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘নদী ও খালগুলোতে পানি কমছে। এখন এসব নদী ও খালগুলোতে অনেক দেশি মাছ পাওয়া যায়। তাই শখের বসে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে এসেছি।’

পঞ্চগড়ের নাট্যগোষ্ঠী ভূমিজ ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সরকার হায়দার বলেন, ‘আগের মতো আর মাছ ধরার চিত্র চোখে পড়ে না। তবে মাছ ধরা আমাদের বাঙালি জাতির সংস্কৃতির একটা অংশ। বর্ষা মৌসুমে এ জেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিল, পুকুর ও ডোবাগুলোতে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। তাই শখের বসে অনেকেই মাছ শিকার করতে যায়।’

এ সম্পর্কিত আরও খবর