ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ বাসযাত্রীর, আহত ১৮

চট্টগ্রাম, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 23:29:18

ঢাকা: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় রেলক্রসিং অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এস আলম পরিবহনের বাস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয়। এস আলম পরিবহনের বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলো।

নিহতদের একজনের নাম সুনির্মল চাকমা বলে জানা গেছে। তিনি খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী।

ঘটনাস্থল থেকে জোরারগঞ্জ থানা পুলিশের উপ পরিদশর্ক মোক্তার আহমেদ জানান, ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের (চট্ট মেট্রো ভ ১১-০৭৩০)বাস বারইয়ারহাট রেলক্রসিংয়ে আসলে বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

সকাল ৬টায় ঘটনাস্থলে রেললাইনের ওপর পড়ে থাকা বাসটি সরিয়ে নেওয়ার জন্য ক্রেন লাগানো হয়। বিজয় এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন দুর্ঘটনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকো ইঞ্জিনের সামনের রেলিং ও মাইক ভেঙে গেছে-জানান মোক্তার আহমেদ।

পুলিশ জানায়, আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় বারইয়ারহাটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৪-৫ জনের অবস্থা আশংকাজনক।

রেলক্রসিং-এর গেটম্যানের অবহেলাকে দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর