ট্রাকে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন নিম্ন আয়ের মানুষ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-17 23:31:16

প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে ফের কর্মস্থলে ফিরছেন মানুষ। ঢাকাসহ আশপাশের পোশাক কারখানাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মস্থলে যেতে শুরু করেছেন। এতে তারা ব্যবহার করছেন বিভিন্ন ধরনের যানবাহন। তবে নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ ট্রাক ও মিনি পিকআপে গাদাগাদি করে ফিরছেন কর্মস্থলে। এক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সরেজমিনে জামালপুর জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, প্রাইভেট কার, বাসের চাইতে ট্রাক ও মিনি পিকআপে করে যাত্রীরা বেশি যাচ্ছেন। প্রতিটি ট্রাকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ও মিনি পিকআপে ২০ থেকে ২৫ জন যাত্রী বহন করা হচ্ছে।

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার রিকশাচালক ওয়াজেদ মিয়া বলেন, ‘আমরা গরীব মানুষ। ট্রেন ও বাসের টিকিটের দাম বেশি তাই কষ্ট করেই ট্রাকেই যাচ্ছি।’

দেওয়ানগঞ্জের গামারিয়া এলাকার এক গার্মেন্টস কর্মী শাপলা বেগম বলেন , ‘যে কয় টাকা বেতন পাই, বাসা বাড়া দিতেই শেষ হয়ে যায়। এবার ঈদের বোনাস পাওয়ার কারণে বাড়িতে আসছিলাম। টাকা পয়সা সব শেষ, হাতে অল্প কিছু টাকা আছে। তাই ট্রাকেই গাজীপুর চৌরাস্তা যাচ্ছি।’

আরেক গার্মেন্টস কর্মী মিজানুর রহমান বলেন, ‘উপায় নেই এভাবেই গাদাগাদি করে কাজে যেতে হবে। যে কয় টাকা বেতন পেয়েছি ঢাকা থেকে আসতেই শেষ হয়েছে।’

মহিজল নামে এক ট্রাক চালক বার্তা২৪.কম-কে বলেন, ‘৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছি। তাদের কাছ থেকে জন প্রতি ৩০০ টাকা করে ভাড়া নেওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর