টেকনাফে ফেলে দেওয়া ব্যাগ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:44:55

টেকনাফের জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় ইয়াবা ব্যবসায়ীর ফেলে দেওয়া ব্যাগ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৭ আগস্ট) কোস্ট গার্ডের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড টেকনাফের সদস্যরা জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় কাঠের নৌকায় করে জঙ্গলের ভিতরে অবস্থান নেয়।

এসময় গাছের ওপর দুইজন মাদক ব্যবসায়ীকে ব্যাগসহ দেখতে পান। তারাও কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাছ থেকে পানিতে লাফ দেয় এবং পালানোর চেষ্টা করে।

কোস্ট গার্ড সদস্যরাও পিছু নিলে ইয়াবা পাচারকারীরা পানিতে দুইটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ দুইটি তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর