রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা রত্ন (৩৩)।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে সাইক্লিং করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম।
তিনি বলেন, সকালের দিকে চন্দ্রিমা উদ্যান এলাকায় সাইকেলিং করার সময় পিছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে। কর্তব্যরত চিকিৎসক সঙ্গে কথা বলা হয় তারা তাকে মৃত ঘোষণা করেছেন।