বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪৫

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 03:57:03

বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে ৪৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর ও ধুনট মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ মণ্ডল দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের মর্গে অজ্ঞাত দুইজনের মরদেহ আছে।

শেরপুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহিদ হাসান জানান, রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী চম্পা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪১ জনকে উদ্ধার করে শেরপুর ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত একজন মারা যায়। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত আড়াইটার দিকে মহাসড়কে শেরপুর উপজেলার ধুনট মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ধাক্কা দেয় এসএ পরিবহনের আরেকটি বাস। এতে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বাসের এক যাত্রী মারা যায় এবং আরও ৪ জন আহত হয়।

টিআই জাহিদ আরও জানান, দুর্ঘটনা কবলিত চারটি বাস আটক করা হয়েছে। তবে চালক ও হেলপারদের আটক করা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর