যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালানোর ঘটনায় তদন্ত কমিটি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 12:37:10

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালানোর ঘটনায় একজন ডিআইজি প্রিজন্স, একজন সিনিয়র জেল সুপার ও একজন জেলারকে নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জাহানারা বেগম বার্তা২৪.কমকে বলেন, ডিআইজি প্রিজনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন।

তবে কারা সূত্র বলছে, কয়েদী পালানোর ঘটনায় দায়িত্বরত কয়েকজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। যেটা এখনো প্রকাশ করা হচ্ছে না।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু বক্কর সিদ্দিককে (৩৫) সন্ধ্যা থেকে কারাগারের ভেতরে খুঁজে পাওয়া যায়না।

একদিন পর আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বলেছেন, তিনি পালিয়েও যেতে পারেন।

এর আগে ২০১২ সালেও একবার কারাগারের ভেতর লুকিয়ে ছিলেন ওই আসামি। পরে খোঁজাখুঁজি পর তাকে পাওয়া যায়। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডিপুর এলাকায়।

এ সম্পর্কিত আরও খবর