নাটোরে এক দিনে সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-31 19:45:22

নাটোরে ৬২ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে, যা জেলায় এক দিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০৬ জনে। অন্যদিকে, সুস্থ হয়েছেন ২২৬ জন ও মারা গেছেন একজন।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টায় জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত পরশু রাজশাহী ল্যাব থেকে ফেরত পাঠানো ৩৬৩টি নমুনা পাঠানো হয় ঢাকায়। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা থেকে সে নমুনাগুলোর ফলাফল নাটোরে এসে পৌঁছেছে। এর মধ্যে আজ নতুন করে বাগাতিপাড়া মডেল থানার আরও ১৮ পুলিশ, তমালতলা রূপালী ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীসহ ২৪ জন, লালপুরে ১২ জন, বড়াইগ্রামে ৯ জন ও সদর উপজেলায় ১৭ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের বাড়ি লকডাউনসহ আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর