ঈশ্বরদী ও রাজশাহী হেডকোয়ার্টারের টিটিইদের ইনহাউজ ট্রেনিং

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 11:58:41

ঈশ্বরদী ও রাজশাহী হেডকোয়ার্টারের টিটিইদের একাংশকে নিয়ে ইনহাউজ ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে। গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে এই ট্রেনিং সেশনে নানা বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

শনিবার (৮ আগস্ট) বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনব্যাপী ব্লক চেকিং এর ফাঁকে ইনহাউজ ট্রেনিং পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ।

ট্রেনিং এর বিষয় তিনি বলেন, ট্রেনের যাত্রীসেবার মান ও কর্মীদের তৎপরতা বৃদ্ধির জন্যে মোটিভেশন ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হলে কর্মীরা কাজে আরও বেশি উৎসাহ পাবেন।

উল্লেখ্য, এর আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে ব্লক চেকিং চালিয়ে টিকিট ছাড়া ট্রেনে ওঠায় চারটি ট্রেনের ৮০ জন যাত্রী থেকে ৬৭ হাজার ৫০০ হাজার টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়।

এ সম্পর্কিত আরও খবর