অটোরিকশায় অতিরিক্ত যাত্রী নেয়ায় ছয় চালকের জেল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-25 03:16:40

ময়মনসিংহের মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকিপূর্ণ অবস্থায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অপরাধে ছয় চালককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও চালকের ডানপাশে বসার অপরাধে আরও পাঁচ যাত্রীকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মীর মোশারফ হোসেন (৪৮), ফরিদ মিয়া (২০), সোমেষ মিয়া (২৩), রেজাউল করিম মিলন (৪১), আব্দুল মালেক (৫২), মোশারফ হোসেন (২৩)।

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার।

তিনি জানান, অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেকের প্রাণহানি ঘটছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানাসহ সতর্ক করা হলেও চালকরা তা মানছেন না। এরই প্রেক্ষিতে রোববার দুপুরে অভিযান চালিয়ে ৫ সিএনজি ও ১ ব্যাটারি চালিত অটোরিকশার চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে চালকের ডান পাশে বসার কারণে পাঁচ যাত্রীকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর