স্বাস্থ্যসেবায় সাধ্য মতো অংশ নিন: রাষ্ট্রপতি

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 12:01:41

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের স্বাস্থ্যসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি ও নাগরিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১ সেপ্টেম্বর) বঙ্গভবনে বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদদের একটি প্রতিনিধি দলকে তিনি বলেন, 'দেশের মানুষের স্বাস্থ্যসেবায় নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো অংশ নিন।'

বেসরকারি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান 'প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ'-এর প্রিন্সিপাল প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খানের নেতৃত্বে আগত প্রতিনিধি দলকে রাষ্ট্রপতি আরও বলেন, 'গ্রাম-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।'

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর কর্নেল (অব) ডা  জেহাদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, প্রফেসর ড. মাহফুজ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আজিজুন নাহার ইসলাম, প্রফেসর ড. কাজী নুরুল ইসলাম, সোনালী ব্যাঙ্কের পরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ, সোহেনা সোহেল, সাহিদ হোসেন, লুৎফুন্নাহার হোসেন, ডা. সুফিয়া খাতুন, ডা. মানিফা নাজ ফাতমা ও জর্ডানো বাংলাদেশের সিইও শাহ ইসকান্দার আলী স্বপন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে করিমগঞ্জের জাফরাবাদে আর্ত মানবতার সেবার লক্ষ্যে স্থানীয় নাগরিকদের উদ্যোগে ২০১৩ সালে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এ বছর কলেজের প্রথম ব্যাচ শিক্ষা কার্যক্রম শেষে চিকিৎসা পেশায় যোগ দিতে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর