আশুলিয়ায় বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-24 00:22:07

চলমান বন্যায় পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন শিমুলিয়ার প্রায় সহস্রাধিক পরিবার। বন্যার পানি কমতে থাকলেও অনেকে ভুগছেন জন্ডিস, ডায়রিয়াসহ বিভিন্ন পানি বাহিত রোগে। ঠিক এ সময় বন্যার্তদের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সোমবার (১০ আগস্ট) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক বানভাসির মাঝে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গূহ।

এ সময় তিনি বলেন, 'আজ কোথায় বিএনপি, প্রাকৃতিক দুর্যোগে তাদের কোনো দেখা নাই। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ দেশের বিভিন্ন এলাকার বানভাসিদের পাশে দাঁড়িয়েছে। তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার্তরা যেন খাদ্যের কষ্ট না পায়। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সে লক্ষেই কাজ করে চলেছে। এ সময় তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে থাকার নির্দেশ দেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ্ মুন্সী, সহ-সভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম শিমুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর