সিনহা নিহতের ঘটনায় চার মামলা, প্রভাবমুক্ত তদন্ত হবে: র‍্যাব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:59:43

কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে। চারটি মামলারই দায়িত্ব পেয়েছে র‍্যাব।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

আশিক বিল্লাহ বলেন, সিফাত ও শিপ্রার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এরমধ্যে একটি মাদক মামলা। অন্য দুটির মধ্যে রয়েছে- সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশ বাদী মামলা। এই তিনটি মামলা র‍্যাব তদন্ত করছে। এরই মধ্যে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। সেই মামলার আলামত ও সাক্ষীসহ সবকিছু র‍্যাবের তদন্ত কর্মকর্তা বুঝে নিবেন।

পুলিশের করা তিনটি মামলা আর সিনহার বোনের করা একটি মামলা। চারটি মামলার সবগুলোর তদন্তের দায়িত্ব আমাদের।

আশিক বিল্লাহ বলেন, এলিট ফোর্স হিসেবে র‍্যাব গণমানুষের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সেই হিসেবে এই মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষ, প্রভাবমুক্ত হয়ে তদন্ত করবে। মামলার অন্যতম মুখ্য উদ্দেশ্য প্রকৃত আসামিদের শনাক্ত করা। পাশাপাশি কি কারণে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সে বিষয়ে র‌্যাব কাজ করছে।

প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান।

এ সম্পর্কিত আরও খবর