পঞ্চগড়ে নতুন ১৮ জনসহ করোনায় মোট আক্রান্ত ৪১৪

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-09-01 20:00:20

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪১৪ জনে। এরমধ্যে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু ও ৩৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (১০ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। এদিকে নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৮ জনের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৮ জনের নমুনা গত ৮ আগস্ট সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে আজ (১০ আগস্ট) রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা সবাই সুস্থ ও নিজ বাড়িতে অবস্থান করছেন।

নতুন শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, বোদা উপজেলায় ২ জন, দেবীগঞ্জ উপজেলায় ৬ জন ও আটোয়ারী উপজেলায় ৪ জন রয়েছেন ।

এ সম্পর্কিত আরও খবর