জন্মাষ্টমীতে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-19 16:30:27

সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত কার্যক্রম সচল রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের সব ধরনের পণ্যের আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ পথে বাণিজ্যিক কার্যক্রম সচল হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে। যাদের ভ্রমণের অনুমতি আছে, তারা যাতায়াত করতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর