জামালপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-26 06:08:13

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেলিয়াবাড়ি গ্রামে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, আটা, ময়দা, প্যাকেজিং মেশিন জব্দ করা হয়। পরে অভিযুক্ত মো. রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় র‌্যাব-১৪ এ এসপি এস.এম সবুজ রানার টিমসহ সদরের পিআইও আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম বার্তা২৪.কম-কে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর