বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলস্টেশনে ব্লক চেকিং চালিয়ে টিকিট ছাড়া ট্রেনে ওঠায় ২০ যাত্রীর কাছ থেকে ৯৩ হাজার টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দের নির্দেশনাতে সান্তাহার রেলস্টেশনে সারাদিন বিভিন্ন ট্রেনে অভিযান চালানো হয়। তবে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও রুপসা এক্সপ্রেস ট্রেনে বিনাটিকিটে ভ্রমণের দায়ে ২০ যাত্রীর কাছ থেকে ৯৩ হাজার টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়।
এ সময় টিকিট ছাড়া কোনো ট্রেন যাত্রীকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।