গাইবান্ধায় আমন চাষাবাদ শুরু, চারা সংকটে কৃষক

, জাতীয়

তোফায়েল হোসেন জাকির, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-09-01 18:27:21

গাইবান্ধা জেলার ৭টি উপজেলার নিভৃত গ্রামাঞ্চলে শুরু হয়েছে আমন ধান চাষাবাদ কার্যক্রম। তবে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চারা সংকট। ফলে তারা পড়েছেন বিপাকে। সরেজমিনে বুধবার (১২ আগস্ট) সকালে জেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীদের আমন ধানচারা রোপনে দেখা যায় ব্যস্ততার চিত্র। তারা কাঁদা মাটিতে বুনছেন স্বপ্নের আমন চারা।

জানা যায়, সম্প্রতি গাইবান্ধা জেলার বন্যায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। এ বছরে দীর্ঘস্থায়ী বন্যার কারণে কৃষকদের আমন বীজতলাসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এসব ক্ষতি পুষিয়ে নিতে এ বছর একটু আগেভাগে শুরু করেছেন আমন চারা রোপনের কাজ। তবে বন্যা কবলিত এলাকার কৃষকদের মধ্যে দেখা দিয়ে তীব্র চারা সংকট। এই সংকট মোকাবিলায় এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টায় উঁচু এলাকার কৃষকদের নিকট থেকে চরাও দামে কিনছেন আমন ধানচারা।

একটু আগেভাগেই শুরু করেছেন আমন চারা রোপনের কাজ

পলাশবাড়ীর মাঠেরহাটে ধানচারা বিক্রি করতে আসা খাদেমুল ইসলাম নামের এক কৃষক বলেন, আমাদের এলাকাটি উঁচু। তাই বন্যার আঘাত তেমনটা লাগেনি এখানে। নিজের চাহিদা পূরণ করে অতিরিক্ত চারা বিক্রি করতে হাটে এসেছি। নিম্নাঞ্চলে বন্যা হওয়ার কারণে হাটে-বাজারে চারার চাহিদা বেড়েছে অনেকটাই। এতে করে প্রতি পণ (২০ গোন্ডা) চারা ২০০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।

সদর উপজেলা থেকে চারা কিনতে আসা খলিল মিয়া নামের আরেক কৃষক জানান, গেল বন্যায় বীজতলা নষ্ট হয়ে গেছে। এছাড়াও ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। এসব ক্ষতি পুষিয়ে নিতে দুই বিঘা জমিতে আমন ধানচারা রোপনের প্রস্তুতি নিয়েছি। তবে চারা সংকটের কারণে অতিরিক্ত দাম দিয়ে চারা কিনতে বাধ্য হচ্ছি।

অতিরিক্ত দাম দিয়ে চারা কিনছে কৃষক

সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান বার্তা২৪.কমকে বলেন, কৃষকরা যাতে করে ভালো ফসল ঘরে তুলতে পারে সে বিষয়ে মাঠপর্যায়ে গিয়ে সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।

গাইবান্ধা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বার্তা২৪.কমকে জানান, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ২৬ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অর্জিত হয়েছে সাড়ে ৭ হাজার হেক্টর।

তিনি আরও বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে ১০৫ একর জমিতে ও ভাসমান ১০০টি আমন বীজতলা প্রস্তুত রয়েছে। উৎপাদিত চারা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর