লেবাননে আটকেপড়া ৭১ বাংলাদেশি দেশে ফিরেছেন

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 17:27:31

করোনা সংকটে লেবাননে আটকে পড়াদের মধ্য থেকে ৭১ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে তারা দেশে ফিরে আসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লেবাননের এ দুঃসময়ে বাংলাদেশ সরকার দেশটির জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে যে বিমানে ত্রাণ পাঠিয়েছিল সেটাতেই তারা ফিরে আসেন।

সোমবার (১০ আগস্ট) বিমানটি ৯ টন খাদ্য ও ২ টন ওষুধ বৈরুতে পৌঁছে দিয়েছিল।

গত ৪ আগস্ট আনুমানিক বিকেল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতে দু’টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে বৈরুত পোর্টসহ এর ১০ কিমি পরিসীমায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিস্ফোরণে প্রায় ১৬০ জনের বেশি লোক নিহত হয়, ৬ হাজারের অধিক লোক আহত হয় এবং গৃহহারা হয় প্রায় তিন লক্ষাধিক লোক। লেবাননের জলসীমায় ইউনিফিলের অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বিজয় এ বিস্ফোরণে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজের ২১ জন কর্মকর্তা ও নাবিক আহত হয়েছে। এছাড়া এ পর্যন্ত বিস্ফোরণে ৫ বাংলাদেশি নাগরিক নিহত এবং আহত হয় প্রায় ১০০ জনেরও বেশি।

এ সম্পর্কিত আরও খবর