বেনাপোলে কোর্ট ফি জালিয়াতি চক্রের তিন সদস্য আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর) | 2023-08-27 21:17:24

বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে সরকারী কোর্ট ফি জালিয়াতি চক্রের সাথে জড়িত তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে জাল কোর্ট ফি জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে যশোর র‍্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন, বেনাপোল বাজারের কোহিনূর টেলিকমের মালিক উজ্জ্বল হোসেন, আলামিন ট্রেডিংয়ের শামিম হোসেন ও সাদিক কম্পিউটারের সুমন।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার সরোয়ার হোসাইন বার্তা২৪.কমকে জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল বন্দর এলাকার কাস্টমস হাউজের সামনে বেশ কিছু কম্পিউটারের দোকানে দীর্ঘ দিন ধরে সরকারী কোর্ট ফি জালিয়াতি করে বিক্রি করে আসছে। পরে র‍্যাব সদস্যরা সেসব প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় তিনটি প্রতিষ্ঠান থেকে বেশ কিছু জাল কোর্ট ফি পাওয়া যায়। পরে জালিয়াতির সাথে সংশ্লিষ্ট ৩ ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযুক্তরা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এ ধরনের ব্যবসা চালিয়ে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর