রাষ্ট্রপতির কাছে দক্ষিণ কোরিয়ার দূতের পরিচয় পেশ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 06:29:36

বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (১২ আগস্ট) বঙ্গভবনে তিনি পরিচয় পেশ করেন।

রাষ্ট্রদূত লি এক বার্তায় বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসের এক অত্যন্ত অর্থবহ বছর। ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার ১৮তম রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ায় আমার পক্ষে খুব আনন্দের বিষয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মের শতবর্ষে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়া এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করা আমাদের জন্য একটি বড় সম্মানের বিষয়। ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে কোরিয়া এবং বাংলাদেশ বিগত ৪৭ বছরে রাজনীতি, অর্থনীতি, নাগরিক সমাজ এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। উপনিবেশিক শাসনকে প্রতিহত করতে এবং স্বাধীনতা অর্জনের জন্য এশিয়ার দুই দেশ কেবলমাত্র মানুষের রক্ত ​​ও ঘামের উপর নির্মিত একটি ইতিহাস ভাগ করে না, তারা উভয়েই রাজনৈতিক গণতন্ত্রায়ন ও অর্থনৈতিক উন্নয়নে দুর্দান্ত অগ্রগতি করেছে।’

শেষ অবধি, রাষ্ট্রদূত লি তার আমলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

এ সম্পর্কিত আরও খবর