সিনহা হত্যায় প্রত্যক্ষদর্শীদের গণশুনানি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 05:43:41

ক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীদের গণশুনানির আয়োজন করেছে তদন্ত কমিটি।

বুধবার (১১ আগস্ট) কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও মেজর (অব) সিনহা মোহাম্মদ রাশেদ খান মৃত্যুজনিত ঘটনার তদন্ত কমিটির সদস্য মো. শাহজাহান আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সোনাপুর এলাকায় মেরিন ড্রাইভ অবস্থিত চেকপোস্টে গত (৩১ জুলাই) আনুমানিক রাত ৯টার সময় পুলিশের গুলিবর্ষণে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান মৃত্যুবরণ করেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটি কর্তৃক আগামী রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার সময় শামলাপুরের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিএসসি) কার্যালয়ে গণশুনানি আয়োজন করা হয়েছে।

গণশুনানিতে প্রত্যক্ষদর্শী ব্যক্তিবর্গকে নির্ধারিত সময় এবং তারিখে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: বৃহস্পতিবার শিপ্রা-সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব

এ সম্পর্কিত আরও খবর