গাইবান্ধায় করোনামুক্ত হলেন ৪৫২ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-26 09:06:18

গাইবান্ধা জেলায় করোনা সংক্রমণ থেকে নতুন করে আরও ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় মোট করোনামুক্ত হয়ে সুস্থ হয়েছেন ৪৫২ জন।

বুধবার (১২ আগস্ট) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৯ জনে।

নতুন করে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদরে ৪ জন, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলায় ৩ জন করে। আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের।

জেলার আক্রান্ত ৭৬৯ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ২৫১, সদরে ২১১, পলাশবাড়ীতে ৮৩, সাদুল্লাপুরে ৬৩, সুন্দরগঞ্জে ৬০, সাঘাটায় ৬০ ও ফুলছড়ি উপজেলায় ৪১ জন।

এর মধ্যে মোট করোনামুক্ত হয়েছেন ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। চিকিৎসাধীন রোগী রয়েছে ৩০৩ জন।

গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বার্তা২৪.কমকে জানান, বুধবার রংপুর পিসিআর ল্যাব থেকে ২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ জনের পজেটিভ এসেছে।

এ সম্পর্কিত আরও খবর