প্রাইভেটকারের সাহায্যে ছিনতাই, গ্রেফতার ২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-25 17:07:16

সাভারে আশুলিয়ায় প্রাইভেটকারের সাহায্যে অভিনব কায়দায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জাহিদ।

বুধবার সন্ধ্যায় আশুলিয়ার কুটুরিয়া ও সাভারের আমিনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার ধপাখালী গ্রামের মঈনুদ্দিন মুন্সীর ছেলে রেজাউল করিম (৪২) ও নেত্রকোনা জেলার কলমকান্দা থানার সাকুয়া গ্রামের রশিদ মিয়ার ছেলে মাসুদ (৩৮)।

মাসুদ তালিকাভুক্ত ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি। তার নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাকে এর আগে মানিকগঞ্জের শিবালয় ও আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই বাস কাউন্টারে যাওয়ার সময় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ৮৫ হাজার টাকা ও মোবাইলসহ ছিনতাইয়ের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে আসামি গ্রেফতারে মাঠে নামে ডিবি পুলিশ। সড়কে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি চিহ্নিত করে গাড়ির নম্বর (১২-৬৮৬৮)-এর সহায়তায় মালিক রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে আমিনবাজার থেকে অপর ছিনতাইকারী মাসুদকেও গ্রেফতার করা হয়। তারা চলন্ত প্রাইভেটকারে বসে রিকশা যাত্রী কিংবা পথচারীদের ব্যাগ ও মোবাইল ফোন ইত্যাদি ছিনতাই করে থাকে।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জাহিদ জানান, অভিযোগকারী নারী দু’জনকে শনাক্ত করেছেন। গ্রেফতারকৃতরাও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। সাভার আশুলিয়ায় এ রকম আরও বেশকিছু চক্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর