রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা অভিযান চালিয়ে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৬ জনকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫৭ লাখ জাল টাকা।
শুক্রবার (১৪ আগস্ট) রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, পল্টনের ২৫/২ নম্বর ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলা থেকে প্রায় ছয় কোটি টাকার জাল নোট তৈরির কাঁচামাল, সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় ৫৭ লাখ টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতরা হলেন- কারখানার অর্থদাতা শাহিন, হান্নান, কাউসার, আরিফ, ইব্রাহিম ও নারী সদস্য খুশি। তারা এর আগে একই অপরাধে কারাগারে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জাল নোট তৈরির এই কারখানার অর্থদাতা ছিলেন আটক শাহিন। কারখানার ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন আরিফ।
ডিবি জানায়, কোরবানির ঈদের পর থেকে এই কারবার শুরু করেন আটককৃতরা। এর আগে তারা ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলেন। ঈদ চলে যাওয়ার পর তাদের আর কেউ খুঁজবে না ভেবে পল্টনে জাল টাকার কারখানা গড়ে তোলেন তারা।