বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 21:24:11

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

শনিবার (১৫ আগস্ট) ডিএনসিসি থেকে পাঠানো এক শোকবার্তায় মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আতিকুল ইসলাম বলেন, মুর্তজা বশীর একজন চিত্রশিল্পী, কার্টুনিস্ট এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। প্রখ্যাত জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ'র পুত্র হলেও মুর্তজা বশীর স্বীয় কর্ম ও গুণে পরিচিত হতে চেয়েছিলেন। একুশে পদক ও স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত এই শিল্পী চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

উল্লেখ্য, বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই

এ সম্পর্কিত আরও খবর