জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোলে বাণিজ্য বন্ধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-31 15:24:03

জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এপথে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, জাতীয় শোক দিবসে সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

অপরদিকে ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্রবর্তী জানান, ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল থেকে এপথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে । আগামীকাল থেকে আবার আমদানি-রফতানি শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মহাসিন খান জানান, এপথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা আছে।

এ সম্পর্কিত আরও খবর