‘লন্ডনে যেন দেশবিরোধী ষড়যন্ত্রকারী অবস্থান করতে না পারে’

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:02:55

লন্ডনে যেন দেশবিরোধী ষড়যন্ত্রকারী অবস্থান করতে না পারে, সেজন্য প্রবাসীদের আন্দোলন গড়ে তোলার আহ্বান করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী নিহত এবং আহত হয়ছে। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। এখনো কিন্তু লন্ডনে বসেই ষড়যন্ত্র চলছে। আমাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

শনিবার (১৫ আগস্ট) রাতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক ‍দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

লন্ডনে প্রবাসীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আপনার একটা আন্দোলন গড়ে তোলেন যাতে যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর খুনি বা যারা বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা যেন সেখানে কোন অবস্থান না পান। এটা যদি করতে পারি তাহলে এই ষড়যন্ত্রের মূলোৎপাটন করতে পারব।’

আইনমন্ত্রী বলেন, ‘২৬ বছর বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশের অতীতের তিন তিনটা সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। তাদেরকে আমাদের ডিপ্লোমেটিক মিশনে চাকরি দিয়ে রেখেছে এবং চাকরি দেওয়ার পর যখন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তারা যাতে ওখান থেকে ভেগে যেতে পারে সেই ব্যবস্থাও করেছে।’

তিনি আরও বলেন, ‘তিন জনকে দেশের বাইরে থেকে এনে আমরা সাজা দিতে পেরেছি এবং রায় কার্যকর করেছি। এখন আমরা দু’জনের সমন্ধে জানি। তাদেরকে আনার চেষ্টা হচ্ছে। আরও তিন জনের অবস্থান জানতে আমাদের কাজ চলছে। আমরা নিশ্চই তাদের খুঁজে বের করতে পারব।’

তিনি বলেছেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর সন্তান, আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী, আমরা যারা বঙ্গবন্ধুর বাংলাদেশ সৃষ্টি করার জন্য সুফল ভোগ করছি তারা কেউ ঘরে ফিরব না যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর ৫ খুনিকে এনে আমাদের সর্বোচ্চ আদালতের মাধ্যমে রায় কার্যকর করতে পারব।

এ সম্পর্কিত আরও খবর