দেশে ফিরছে ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিরা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 22:37:38

ভিয়েতনামে কাজের সন্ধানে গিয়ে আটকে পড়া ১০৭ জন শ্রমিক এবং কোভিড-১৯ মহামারির জন্য আটকে পড়া ৫ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন ভিয়েতনামিজসহ সর্বমোট ১১৩ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় বিকাল ২টায় হ্যানয় থেকে ছেড়েছে।

ফ্লাইটটি বিকাল ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে অবতরণ করবে।
ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা এ তথ্য জানিয়েছেন।

নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনাম এই বিশেষ ফ্লাইটটির আয়োজন করে। বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধে ভিয়েতনাম সরকার অবৈধ শ্রমিকদের পাসপোর্ট পূণঃরুদ্ধার, ভিসাহীন অবস্থানের ক্ষতিপূরণ মওকুফ করে দিয়েছে । উল্লেখ্য যে কোভিড মহামারীর জন্য ভিয়েতনাম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছে।

ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও বাংলাদেশ দূতাবাস হ্যানয়-এর কর্মকর্তাবৃন্দ প্রত্যাবাসন সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবসনরত বাংলাদেশিদের বিদায় জানান।

এ সম্পর্কিত আরও খবর