কুয়েতে মানবপাচারকারী চক্রের মূল হোতা আমির হোসেন ওরফে সিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সিআইডির একটি টিম নরসিংদীর মাধবদী থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি বুধবার গণমাধ্যমে জানানো হয়।
সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মানবপাচার করছিল ওই চক্রটি। জন প্রতি ৬ লাখের বেশি টাকার বিনিময়ে চক্রটি প্রায় ৯শ মানুষকে কুয়েতে পাচার করে। তারপর জাল-জালিয়াতির মাধ্যমে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের ভিসা নেয়া হয়। ৪ জনের চক্রটির ৩ জন বাংলাদেশি, আর ১জন কুয়েতের নাগরিক। তারা কুয়েতে বিভিন্ন সময় কারাভোগ করেছেন।
এ বিষয়ে আরও তথ্য উদঘাটনে ওই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে সিআইডির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।