সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের সারি দীর্ঘ হচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। নদীতে স্রোত কমলেও পণ্যবাহী ট্রাকের চাপ বেশি থাকায় অপেক্ষমাণ ট্রাকের সারি বাড়ছে বলে মন্তব্য ফেরিঘাট কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি অপেক্ষমাণ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
এসময় তিনি বার্তা২৪.কম-কে বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ট্রাক আসছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। নৌরুটে ছোট বড় মিলে মোট ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট ফেরি হাসনাহেনা মেরামতে থাকায় বাকি ফেরিগুলো যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে চলাচল করছে।
একদিকে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহনের চাপ বেশি অপরদিকে আবার একটি ফেরি বিকল হয়ে রয়েছে। যে কারণে ঘাট এলাকায় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের সারিও দীর্ঘ হচ্ছে। বিকেল নাগাদের মধ্যে অপেক্ষমাণ ট্রাকগুলো পারাপার সম্পন্ন হবে বলেও জানান মহিউদ্দিন রাসেল।