উচ্চ জোয়ারের পানিতে পটুয়াখালীর ৫০ গ্রাম প্লাবিত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-24 04:43:32

উচ্চ জোয়ারের পানিতে পটুয়াখালী জেলা শহরসহ অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার পর থেকে শহর রক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্ট থেকে শহরে পানি ঢুকতে শুরু করে। এতে শহরে পুরান বাজার, চরপাড়া, কলেজ রোড, সদর রোড, নাবাব পাড়া, এসডিও রোডসহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়।

এদিকে জেলা শহরের বাইরে দুমকি উপজেলার লেবুখালী এবং মুরাদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম, কলাপাড়া উপজেলার লালুয়া ও নিজামপুর ইউনিয়ন, বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ, রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ চর আন্ডাসহ অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়।

শহরে জোয়ারের পানি প্রবেশ করায় এসব এলাকার কয়েক লাখ মানুষকে ভোগান্তিতে পরতে হয়। রাতেও জোয়ারের পানি এভাবে বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর