বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩ সন্তানের নিরাপত্তা চেয়ে আকুতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-20 04:46:20

রংপুরের মিঠাপুকুরের চিথলী দক্ষিণ পাড়ার এক অসহায় মা-বাবা তাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন সন্তানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা স্থানীয় সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ও হামলার ঘটনায় করোনা মহামারিতে বাড়িতে অবস্থান করা তিন সন্তান এখন জীবন নিয়ে শঙ্কিত।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সন্তানদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আকুতি জানায় পরিবারটি।

লিখিত বক্তব্যে অভিযোগকারী কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল আলিম মিঠু বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকার পরও বিভিন্ন সময়ে স্থানীয় নেতা আনোয়ার সাদাত হোসেন লিমন ও তার ভাই সাজ্জাদ হোসেন ভিক্টর হুমকি দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট শুক্রবার বিকেলে প্রায় দেড় শতাধিক লোকজন নিয়ে লিমন ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশে লাঠি, ছোরা ও ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাসা-বাড়ি ও দোকান ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে ও তালা ঝুলিয়ে দেয়। এসময় অবরুদ্ধ সন্তানদের নিরাপত্তা ও সন্ত্রাসীদের তাণ্ডব থেকে বাঁচতে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ অন্যান্য কর্মকর্তাদের এবং ৯৯৯ নম্বরে ফোন করেন আব্দুল আলিম মিঠু। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ এসে বাসার তালা ভেঙে তাদের উদ্ধার করে। এ ঘটনার পর থেকে এখনো ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে।

কান্নাজড়িত কণ্ঠে আব্দুল আলিম জানান, তার বড় ছেলে খালিদ হাসান মান্না মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র, ছোট ছেলে ওমর ফারুক মুন্না রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ও ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র এবং মেয়ে উম্মে কুলসুম মলি বিএ তৃতীয় বর্ষের ছাত্রী। তারা করোনাভাইরাস পরিস্থিতিতে বাসায় রয়েছেন। কিন্তু সন্ত্রাসীদের হুমকি ও ভাঙচুরের তাণ্ডবে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বর্তমানে পরিবার পরিজন নিয়ে উদ্বিগ্ন আব্দুল আলিম মিঠু ও তার স্ত্রী প্রশাসনের কাছে সন্তানদের নিরাপত্তা চেয়ে আকুতি জানান।

এ সম্পর্কিত আরও খবর