বন্যার্তদের খাবার পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-31 14:49:47

গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গিয়ে বন্যার্তদের মাঝে নিরাপদ খাবার পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের বন্যার্ত প্রায় ১ হাজার পরিবারের মাঝে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হয়।

যেসব এলাকায় বন্যায় বসত বাড়ির পাশাপাশি গভীর নলকূপ তলিয়ে গেছে, সেখানে নিরাপদ খাবার পানির ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। তাই সেসব এলাকায় গিয়ে নিরাপদ খাবার পানি সরবরাহ করছে গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রতন কুমার সাহা বলেন, ‘প্রতিদিন সকালে আমরা আমাদের ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে বন্যা কবলিত এলাকায় গিয়ে একটি নির্দিষ্ট স্থানে অব্স্থান করে নিরাপদ খাবার পানি সরবরাহ করি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতি ঘণ্টায় ৬০০ লিটার পানি ফিল্টারিং করি। দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টায় বন্যার্ত প্রায় ১ হাজার পরিবারের মাঝে নিরাপদ খাবার পানি সরবরাহ করি। ইতোমধ্যে সদর উপজেলার সর্বত্র এই সেবা দেয়া হচ্ছে। মঙ্গলবার থেকে কাশিয়ানী উপজেলার বন্যা কবলিত এলাকায় নিরাপদ খাবার পানি সরবরাহ করা হবে।’

গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার বলেন, ‘গোপালগঞ্জ জেলার ৪৮টি ইউনিয়নের ৩২৫টি গ্রাম বন্যা কবলিত হওয়ায় নিরাপদ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নিরাপদ খাবার পানি সরবরাহ করি আমরা। যা পর্যায়ক্রমে জেলার সর্বত্র চলমান থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর