মানিকগঞ্জে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-07 14:11:10

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা বিরোধী কার্যক্রম পরিচালনা করে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর দায়ে ৮ প্রতিষ্ঠান মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার এবং ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।

অস্বাস্থ্যকর পরিবেশ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এক তেলের মিল মালিকসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তিনি ওই জরিমানা করেন।

এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য, ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে এক ফার্মেসীসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। জনস্বার্থে ভোক্তার অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর