নকল প্রসাধনী কারখানার সন্ধান, মালিকের কারাদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-09-01 21:40:41

কুমিল্লায় একটি নকল প্রসাধনী কারখানার সন্ধান পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার সরদার বাড়িতে দীর্ঘদিন ধরে ওই কারখানায় নকল প্রসাধনী তৈরি হচ্ছিল।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু সাঈদ ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির উপাদান উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া কারখানার মালিক আবু সুফিয়ানকে ১০ হাজার টাকা জরিমানা করে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু সাঈদ জানান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশনায় ওই অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানকালে নকল পণ্য উৎপাদন ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে কারখানার মালিককে জরিমানাসহ কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, পাঁচটি দেশি ও বিদেশি ব্র্যান্ডের ২৫টি নকল পণ্য উৎপাদনের পর তা বাজারজাত করে আসছিলেন ওই কারখানার মালিক সুফিয়ান। দীর্ঘদিন ধরে নকল পণ্য বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর